আলোকিত গোয়াইনঘাট :সিলেট শহরে বসবাসরত গোয়াইনঘাট এর বাসিন্দাদের নিয়ে ঐতিহ্যবাহী সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন এর পুর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মো. ওসমান গণি ও সহকারী নির্বাচন কমিশনার আবুল মনসুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিলেট বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ আলীকে সভাপতি এবং জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কামরুল আহমদ শেরগুলকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটি গঠন করা হয়।
অন্যান্য পদে সহ সভাপতি অধ্যাপক আতাউর রহমান, এডভোকেট নুর আহমদ, মাহবুবুর রহমান রিপন, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মো: লুৎফুর রহমান, আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক-১ মো: ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক-২ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক-৩ মো:সামছুজ্জামান, অর্থ সম্পাদক মো: লুৎফুর রহমান (সিএ), প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: নেছার আহমদ জামাল, প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক মো: আমির উদ্দিন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: হানিফ উদ্দিন, দপ্তর সম্পাদক নোমান আহমদ, উন্নয়ন ও সমাজসেবা সম্পাদক মো: ওয়ারিছ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শিব্বির আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা:বাহার উদ্দিন, শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক মো: মানিক মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক, মাওলানা নুরুল আমিন হেলালী, আইসিটি বিষয়ক জহির উদ্দিন, সম্মানিত সদস্য, অধ্যাপক এম এ রহিম, মো:শাহা আলম, আনোয়ারুল হক তোতা, আলিম উল্লাহ, মো:নুর আহমদ, নুরুল আমিন, হোসাইন আহমদ সেবুল, তজম্মুল আলী, সায়েম আহমদ, জিয়া উদ্দিন, সাইদুর রহমান, মো: রুহুল আমিন, দেলোয়ার হোসেন।
উল্লেখ্য যে গত ১৯ এপ্রিল ২০২৫ খ্রি: সিলেটের এক অভিজাত হোটেলে সাধারণ সভায় সকল উপস্থিতিতে এবং সকলের মতামতের ভিত্তিতে এডভোকেট মোহাম্মদ আলী কে সভাপতি, উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুলকে সাধারণ সম্পাদক, ইকবাল আহমদকে সাংগঠনিক সম্পাদক এবং মো:লুৎফুর রহমান (সি এ) কে অর্থ সম্পাদক মনোনীত করা হয়। উক্ত ৪ (চার) পদে মনোনীতদের কে পুর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। উল্লিখিত ৪ জন সংগঠনের উপদেষ্টাদের সাথে আলোচনা করে কার্যকরী কমিটির অন্যন্য সদস্য মনোনীত করেন এবং নির্বাচন কমিশনারদ্বয়ের অনুমোদনের মাধ্যমে উক্ত কমিটির আনুষ্ঠানিক যাত্রা সূচিত হয়। বিজ্ঞপ্তি