Oplus_131072
আলোকিত গোয়াইনঘাট :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়ন প্রত্যাশী শিব্বির আহমদ বলছেন জকিগঞ্জ কানাইঘাট উপজেলার মানুষ কে সাথে নিয়ে সিলেট ০৫ আসনের চিত্র বদলে দিতে চাই।
তিনি সোমবার (১ ডিসেম্বর) বিকেলে জকিগঞ্জ বাজারের বিভিন্ন এলাকার জনগণের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন ‘শাপলা-কলি’এদেশের মুক্তিকামী মানুষের প্রতীক এ প্রতীকে এবার দেশের মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী ভোট দেবে। তিনি শাপলা কলির পক্ষে ভোট চেয়ে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগ শেষে বিকেল ৪টায় জকিগঞ্জ ডাকবাংলোয় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বলেন, “জকিগঞ্জ দেশের একটি প্রান্তিক উপজেলা হলেও দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট, নদী ভাঙন, শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থান—সবক্ষেত্রে উন্নয়নের ঘাটতি রয়েছে। আমি সুযোগ পেলে জকিগঞ্জ-কানাইঘাটকে বদলে দিতে চাই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের সবচেয়ে দূরবর্তী এই উপজেলায় রেললাইন স্থাপন অত্যন্ত জরুরি। একই সঙ্গে জকিগঞ্জ-শেওলা সড়কের উন্নয়ন, নদীভাঙন রোধ, গ্যাস স্টেশনের কার্যক্রম সম্প্রসারণ করে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিলেট জেলা যুগ্ম সমন্বয়কারী মুঈনুদ্দিন আহমদ, জাতীয় শ্রমিক শক্তির সমন্বয়কারী লোকমান আহমদ হৃদয়, জেলা সদস্য নাদিম মাহমুদ, ফয়জুল হক ও বাবু আহমদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ জকিগঞ্জবাসীর সমর্থন কামনা করে বলেন, এনসিপি একটি বিকল্প জাতীয় শক্তি হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে চায়। জনসম্পৃক্ততা এবং জবাবদিহিতা থাকবে এনসিপির রাজনৈতিক অঙ্গীকারে।
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিব্বির আহমদ বলেন, “আপনারা জনগণের কথা তুলে ধরেন বলেই গণতন্ত্র বেঁচে থাকে। আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে চাই।”