সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট – ২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ই ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ও গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির মোট ৬০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১১ ঘঠিকা থেকে বেলা ১২:৪৫ ঘঠিকা পর্যন্ত সফল ভাবে শেষ হয়।
গোয়াইনঘাট উপজেলা নিয়ে অনুষ্ঠিত পুসাগের এই মেধাবৃত্তি পরিক্ষার হল ও কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার(চদা) শ্যামল কুমার রায় , সিলেটের সহকারী লিডার ট্রেইনার বাংলাদেশ স্কাউট মো:আহমদুল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মালিক,আলোকিত গোয়াইনঘাট সম্পাদক আমির উদ্দিন, পুসাগের উপদেষ্টা হারুন আহমদ, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সদর উদ্দিন,রুহুল আমিন মারুফ,গুলজার হোসেন, ফাহিম মোনায়েম, পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি রুবেল আহমদ (রাহী) ও সাধারন সম্পাদক ফখরুজ্জামান ফলিক প্রমুখ।
মেধাবৃত্তি পরিক্ষার আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল যুক্তরাষ্ট্রে গোয়াইনঘাটের প্রবাসীদের সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান