আলোকিত গোয়াইনঘাট :
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভুঁইয়া ও বদলীকৃত সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম কে সংবর্ধনা দিয়েছে গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে সহকারী শিক্ষক হানিফ উদ্দীন ও সহকারী শিক্ষিকা তনুকা ভদ্র পলির যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন-গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এ বি এম রুহুল আমিন, সিলেট ওসমানীনগর প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার শাহীন মাহবুব, নবীগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মুশাহিদ মিয়া।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নবাগত গোয়াইনঘাট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভুঁইয়া, বিদায়ী বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলার সাবেক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী শিক্ষক জুয়েল, আব্দুস শুকুর, শামসুল ইসলাম, সোহেল আহমদ, নাসিমা আক্তার, জিয়াউর রহমান, মনজুর আহমদ, পিন্টু চক্রবর্তী শাহাব উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।