ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. সারা বাংলা

পুরনো ঐতিহ্যে গোয়াইনঘাট, খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষার উদ্যোগ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
১ নভেম্বর ২০২৫

Link Copied!

 

আমির উদ্দিন :

পুরনো ঐতিহ্যে ফিরতে চাচ্ছেন গোয়াইনঘাটের যুব সমাজরা। এক সময় গোয়াইনঘাট স্কুল মাঠে অনবরত ফুটবল, ক্রিকেট, হাডুডুডু, কাবাডি সহ বিভিন্ন খেলায় মত্ত্ব থাকতেন, কালের পরিক্রমায় তা হারিয়ে যেথে চলেছে। এমন বিষয় মাথায় রেখে নতুম উদ্যোমে যাত্রা শুরু করছে গোয়াইনঘাটের তরুন যুবকরা, সাপ্তাহে একদিন উপজেলা সদরের সকল যুবকদের মাধ্যমে টিম গঠন করে ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলার টিম গঠন করে প্রতি সাপ্তাহে শুক্র অথবা শনিবারে গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় মাঠে প্র্যাক্টিস করার উদ্যোগ নিয়েছেন তারা। তারই অংশ হিসাবে শনিবার ১ নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন তারা। গোয়াইনঘাট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭ ইং থেকে ২০০৭ ইং সন পর্যন্ত দুটি ঠিমে বিভক্ত হয়ে দুটি একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় উভয় একাদশ ৩-৩ গোলের মাধ্যমে ড্র করে।

খেলায় অংশ নিয়ে যুব সংগঠক অলিম্পিক ব্রিক ফিল্ডের সত্বাধীকারী সাংবাদিক বিলাল উদ্দিন বলেন যুব সমাজ আজ ধ্বংসের ধারপ্রান্তে। আমরা যুব সমাজের অবক্ষয় রোধ করতে চাই।

স্বমস্বরে যুব সংগঠক জাহাঙ্গীর আলম বলেন আমরা ধুমপান, মাধক, জুয়া ক্যাসিনোর থেকে যুব সমাজ কে দূরে রাখতে খেলাধুলার এমন উদ্যোগ গ্রহণ করেছি।

যুব সংগঠক ও ব্যবসায়ী নেতা ইব্রাহিম খলিল বলেন খেলাধুলা শুধু মানসিক প্রশান্তি নয় বরং শরীরচর্চা ও আত্মগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ ও সবল রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজনে আমরা সিলেট শহর থেকে ছুটে এসেছি, প্রতি সাপ্তাহে একদিন আসব।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কবির হোসেন বলেন আপনাদের এরকম আয়োজন এই যুব সমাজের জন্য রুল মডেল, সময় অসময়ে আমরা ও আপনাদের সাথে খেলব, এতে করে আপনাদের আমাদের মাঝে সেতুবন্ধন ও আপনাদের মধ্যে সিনিয়র জুনিয়র সবাই একটা সম্প্রীতির বন্ধন তৈরি হবে এটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে।

 

আরও পড়ুন

আগামী নির্বাচনে সিলেট ৪ আসনের মানুষ ট্রাক মার্কার পক্ষে ভোট বিপ্লব করবে : জহিরুল ইসলাম*

মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সাইফুর তালুকদার

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

জেলা প্রশাসকের নিকট ১৭ লাখ টাকা পাওয়ার দাবীতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন 

আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই— – – –  আরিফুল হক চৌধুরী 

নির্বাচিত হয়ে সবাইকে সাথে নিয়ে সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার আন্দোলন শুরু করতে চাই – – – – জয়নাল আবেদীন 

গোয়াইনঘাটে ব্র্যাক একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা 

আত্মনির্ভরশীল সু-নাগরিক হিসেব গড়ে তুলতে কাজ করছে স্কাউট – – – – – রতন কুমার অধিকারী

সিলেট -৪, ধানের হাল ছাড়ছেননা বিএনপি নেতা হেলাল উদ্দিন আহমেদ 

সিলেটের উন্নয়নে যা করা দরকার তাই করব – – কে এম ফারুক হোসেন

এবার কারাভোগ কারীদের বরন করে নিলেন আরিফুল হক চৌধুরী