oplus_0
আগামী ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেছেন আগামী ১২ ই ফেব্রুয়ারি ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র সমাজ কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কেননা ছাত্ররা আমাদের যে নতুন বাংলাদেশ দিয়েছে, ছাত্ররা সারা দেশে যে পরিবর্তন শুরু করেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতিফলন ঘটাতে হবে। ডাকসু থেকে জকসু পর্যন্ত যে পরিবর্তন শুরু হয়েছে এভাবে চাইলে ছাত্ররা আগামী নির্বাচনেও পরিবর্তন ঘটাতে পারে। গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জের প্রতিটি ছাত্র একেকজন এমপি হয়ে কাজ করতে হবে।
তিনি শুক্রবার ৯ জানুয়ারি সকাল ১১ ঘঠিকার সময় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে জৈন্তাপুর অঞ্চলের গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবির আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক আহমদ এর সভাপতিত্বে সেক্রেটারি সিদ্দিকুর রহমান এর পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব শিবিরের সভাপতি আবু আইয়ুব মন্জু,সাবেক সভাপতি নাজমুল হাসান সিকদার, জেলা শাখার সাহিত্য সম্পাদক মহসীন আলমাস, এইচ আরডি সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহমদ আল মাসুদ, আরিফুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি বোরহান উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন শিবিরের সভাপতি সুফিয়ান আহমদ, পূর্ব জাফলং ইউনিয়ন শিবিরের সভাপতি সাকিব আহমদ, মধ্য জাফলং ইউনিয়ন শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, লেংগুড়া ইউনিয়ন শিবিরের সভাপতি ফয়েজ আহমদ সহ গোয়াইনঘাট উপজেলা ও সরকারী কলেজ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।