গোয়াইনঘাটের তৃণমূল গনমাধ্যম কর্মীদের সংগঠন গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ ঘঠিকার সময় গোয়াইনঘাট প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি দৈনিক সিলেটের ডাক ও আমার দেশ এর গোয়াইনঘাট প্রতিনিধি মনজুর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক কাজিরবাজার এর গোয়াইনঘাট প্রতিনিধি করিম মাহমুদ লিমন এর পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান।
অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ বলেন সিলেট রেঞ্জে আমার জীবনে প্রথম আগমন, এখানে এসে এখানকার মানুষের অমায়িক ব্যবহার আমাকে মুগ্ধ করেছে, আমি আশাবাদী গনমাধ্যম কর্মীদের আন্তরিক সহযোগিতা আমাদের পুলিশ ও সাংবাদিক মিলেমিশে একটি সুন্দর গোয়াইনঘাট গড়ে তুলতে চাই।
বৃহৎ এ জনপদের আইনশৃঙ্খলা রক্ষা ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ করতে গনমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি। অপরাধ নির্মূল সহ যাবতীয় কার্যক্রমে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সহ সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, আবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আমির উদ্দিন।
মতবিনিময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, ক্লাবের সিনিয়র সদস্য আলী হোসেন, সহ সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন আহমদ, সিনিয়র সাংবাদিক দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি,হারুন-উর রশিদ, কাউসার আহমদ রাহাত, মনসুর আলম, শাহ আলম, মনিরুজ্জামান মনির, ফয়সল আহমদ সাগর, গোয়াইনঘাট থানার সাব ইন্সপেক্টর আব্দুল হান্নান প্রমুখ।
উল্লেখ্য যে ওসি মনিরুজ্জামান এর দেশের বাড়ি চাঁদপুর জেলার সদর উপজেলায়। এর পূর্বে তিনি চট্টগ্রাম রেঞ্জের হালিশহর থানার ওসি ছিলেন এবং গতবছর ৭ ডিসেম্বর গোয়াইনঘাট থানায় যোগদান করেন।