আমির উদ্দিন :
সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সারোয়ার আলম এর নিকট সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ৩ ঘটিকার সময় মনোনয়ন পত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীরা।
এসময় মনোনয়ন পত্র জমা দেন সিলেট ০১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান ,সিলেট ০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মাওলানা লোকমান আহমদ, সিলেট ০৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিলেট ০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, সিলেট ০৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগরের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর জামায়াতের নায়েবে আমীর ডক্টর নুরুল ইসলাম বাবুল, হাফেজ মিফতাহ উদ্দিন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি শাহীন আহমদ, ব্যবসায়ী নেতা আলীমুল এহসান চৌধুরী, আব্দুল কাদির খান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এর পূর্বে কুদরত উল্ল্যাহ জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, এতে সিলেটের ছয় টি আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতা কর্মী ও সিলেট বাসীর প্রতি আহব্বান জানান সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।