জুবায়ের আহমেদ সাব্বির:
গোয়াইনঘাট উপজেলায় ১নং রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুলের কৃষক তৈয়বুর রহমানের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারে প্রবল অর্থনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে।
বুধবার সরেজমিনে দেখা যায়, সারি-সারি টমেটো গাছের পাতা জ্বলে লালচে আকার ধারণ করেছে। জমির পাশে মাথায় হাত দিয়ে অসহায়ের মতো বসে আছে কৃষক তৈয়বুর রহমান । সাংবাদিকদের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার চোখ ভিজে যাচ্ছিল কৃষকের।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে রাতের আধাঁরে ওয়াসকুরুনী (৩৫)পিতা হাজি আবুল ওয়াহাব, কুলছুমা বেগম স্বামী তৈয়বুর রহমান উভয় সাং খলামাধব, রাজা মিয়া, এলু মিয়া উভয় সাং টেংনাগুল হাদারপার গোয়াইনঘাট সিলেট, তাদের বিরুদ্ধে একটি থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী তৈয়বুর রহমান
কৃষক তৈয়বুর রহমান বলেন , আমার জমিতে লক্ষাধিক টাকার টমেটো, কাচা মরিচ, ইত্যাদি সবজি রয়েছে গাছগুলো ফসল দেওয়ার সময় হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যে অন্তত লাখ টাকার টমেটো বিক্রি করতে পারতাম। এই ক্ষেতে এ পর্যন্ত ৪০/৫০/হাজার হাজার টাকা খরচ হয়েছে। বেশিরভাগ স্থানীয়ভাবে ধার করা টাকা। এখন আমি দিশেহারা। কিভাবে ধারকর্জ পরিশোধ করব, কিভাবে সংসার চালাব?কারো সাথে শত্রুতা থাকলে আমাকে মেরে ফেলত আমার ক্ষেতের কেন ক্ষতি করল?
এ বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা খছরুল ইসলাম বলেন, বিষ প্রয়োগে ফসল নষ্ট করা একটি চরম গর্হিত কাজ। ফসল কৃষকের কাছে সন্তানের মতো। ফসলের কোন ক্ষতি হলে কৃষকদের অনেক কষ্ট হয়। এটা অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয় কাজ।