ঢাকাবৃহস্পতিবার , ১৫ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২৩ ডিসেম্বর ২০২৫

Link Copied!

আলোকিত গোয়াইনঘাট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এবং গণমাধ্যম প্রতিষ্ঠান দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে সিলেটের শহীদ সাংবাদিক এটিএম তুরাব চত্বরে(কোর্ট পয়েন্ট) এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে ও সহসভাপতি নিরাপদ নিউজের সিলেট প্রতিনিধি জহিরুল ইসলাম মিশুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগরের সাবেক সহসভাপতি সালেহ আহমদ খসরু,
সিলেট মহানগর এবি পার্টির যুব বিভাগের সভাপতি তানজিল নাফি।

এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর এর সিলেট অফিসের চীফ ফটে জার্নালিস্ট মামুন হাসান,দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি মানাউবি সিংহ শুভ,প্রথম আলোর সিলেট অফিসের আলোকচিত্রী আনিস মাহমুদ, ডেইলী স্টারের সিলেট প্রতিনিধি দ্বোহা চৌধুরী ও ফটো সাংবাদিক শেখ নাসির, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক ও ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমদ রনি, দৈনিক নয়াদিগন্তের সিলেট অফিসের ক্যামেরা পার্সন জয়নুল আবেদীন আজাদ,সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও টাইম বাংলা নিউজের সিলেট প্রতিনিধি শহীদুর রহমান জুয়েল,সিলেট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বার্তাবাজার এর সিলেট জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাব সদস্য কামরুল আলম, জসিম উদ্দিন, বৈশাখী নিউজের সিলেট প্রতিনিধি ফাহিম আহমদ, দৈনিক সুরমা মেইলের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম,ক্লাব সদস্য মো: আলমগীর আলম,দেশ টিভির ক্যামেরা পার্সন সোহেল আহমদ, দৈনিক আজকালের খবরের সিলেট প্রতিনিধি পাবেল আহমদ,আইওন টিভির ক্যামেরা পার্সন খায়রুল আমীন রাফসান, দৈনিক শ্যামল সিলেট এর স্টাফ রিপোর্টার তাইনুল আসলাম, সিলেট ভিউ এর স্টাফ রিপোর্টার এহিয়া আহমদ, বাংলা টিভির রিপোর্টার ফারুক আহমদ, সিলেট প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো. জাকির আহমদ,ক্লাব সদস্য নাহিদ আহমদ ও দৈনিক আলোকিত সিলেটের প্রধান আলোকচিত্রী রুবেল মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শহীদ হাদি বাংলাদেশের মানুষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন।তিনি ইনসাফের বাংলাদেশ বিনির্মানে আজীবন সংগ্রাম করেছে ন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের শাসনামলে নিজের বুক পেতে দিয়েছেন কোন দ্বিধা করেন নি। মৃত্যুকে বরণ করে নিয়েছেন সবসময়। কিন্তু স্বাধীন বাংলাদেশে প্রাণ দিতে হলো শহীদ হাদিকে সন্ত্রাসীদের হাতে। মাথায় গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরণ করেন। আমরা হারালাম এক প্রতিবাদী কন্ঠস্বর নেতাকে এবং পরিবার হারালো তাদের সন্তানকে আর সন্তান হারালো তার বাবাকে।

তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। শুধু ঢাকা নয় সিলেটেও প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনাও ঘটেছে। হামলা ও অগ্নিসংযোগ করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না। জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম আলো ও ডেইলি স্টার প্রশংসনীয় ভূমিকা পালন করেছিল। পতিত আওয়ামী লীগ সরকার প্রথম আলোকে সরকারি দপ্তরে নিষিদ্ধ করেছিল। অথচ একটি উগ্রগোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে মব সৃষ্টি করে এ ধরনের হামলা করে যাচ্ছে।

মানববন্ধন থেকে হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।

আরও পড়ুন

জাফলংয়ে ব্রীজ ও টাওয়ার রক্ষায় প্রশাসনের অভিযান:

গোয়াইনঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান এর মতবিনিময় 

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১১ জন আসামী গ্রেফতার 

বেগম খালেদা জিয়া ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের অতন্দ্র প্রহরী 

গোয়াইনঘাটে সবজি বাগানে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ফসল ক্ষয়ক্ষতি, কৃষকের আহাজারি 

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের বার্ষিক সাধারণ সভা

জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট সিলেটে জামায়াতের ৫ টি আসনের প্রার্থীদের মনোনয়ন পত্র জমাদান

সিলেট ০৪, জয়নাল আবেদীনের মননোয়ন পত্র জমা আজ

আমরা সবাই ধানের শীষের খাদিম – – – আরিফুল হক চৌধুরী 

শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের প্রতিবাদে সিলেট অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন

গোয়াইনঘাটে প্রভাবশালীদের আতর্কিত হামলায় গুরুতর আহত দুই নারী

গোয়াইনঘাটে তাঁতী দলের কর্মী সভা