আলোকিত গোয়াইনঘাট :
সিলেট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ২০২৫ সালের অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার।
জেলা পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল/নিষ্পত্তি, মামলা তদন্ত নিষ্পত্তি, মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিবিধ পারফরম্যান্স এবং দাপ্তরিক কাজের উৎকৃষ্ট ফলাফলের ভিত্তিতে তাঁকে এই সম্মাননা প্রদান করেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি তরিকুল ইসলাম তালুকদার গোয়াইনঘাট থানার কর্মক্ষমতা বৃদ্ধি ও অপরাধ দমন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্বে থানা পুলিশের পেশাদারিত্ব ও সেবার মান নতুন উচ্চতায় পৌঁছেছে।সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ডেভিল গ্রেফতারে তার ভূমিকা গোয়াইনঘাটের সর্ব মহলে প্রশংসিত।