আলোকিত গোয়াইনঘাট :সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২১ সেপ্টেম্বর দুপুরে সেপ্টেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপত্বিতে সভায় জেলার আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। সভায় জেলার উর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্কেলগণসহ সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পরবর্তীতে সিলেট জেলার পুলিশ সুপার মেহাম্মদ মাহবুবুর রহমান সভাপতিত্বে বিকাল ২ ঘটিকায় সিলেট জেলা পুলিশ লাইন্স বীর মুক্তিযোদ্ধা শহিদ এসপি এম. শামছুল হক মিলনায়তনে সিলেট জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অফিসার ফোর্সের সার্বিক কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।