ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

শায়খুল হাদীস রায়গড়ী হুজুর আর নেই, লাখ মানুষের উপস্থিতিতে নিজ কর্মস্থলে জানাজা ও দাফন সম্পন্ন, 

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
১৩ নভেম্বর ২০২৫

Link Copied!

উত্তর সিলেটের প্রখ্যাত আলিমেদ্বীন, দারুসসালাম দারুল হাদিস লাফনাউট মাদ্রাসার ৪৭ বছরের শায়খুল হাদীস হযরত মাওলানা মাহমুদুল হাসান রায়গড়ী বৃহস্পতিবার সকালে নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়

ইন্তেকাল করিয়াছেন। ইন্নাইলাইহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকারে ওনার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭৮ সালে দারুল হাদিস লাফনাউট মাদ্রাসায় শায়খুল হাদীস হিসেবে যোগদান করেন এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রায় ৪৭ বছর দারসুল হাদীসের খেদমতে নিয়োজিত ছিলেন। এদিকে হুজুরের ইন্তেকালের খবর পেয়ে আল-হারামাইন হাসপাতালে ছুটে যান বৃহত্তর সিলেটের আলিম উলামা,ছাত্র, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন। এক পর্যায় লাশ নিয়ে আসা হয় সুবহানীঘাট মাদ্রাসায়। সেখানে গোসল সম্পন্ন করে লাশ বাহী এ্যাম্বোলেন্স দিয়ে হুজুরকে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ী কানাইঘাট উপজেলার রায়গড় গ্রামে। এসময় স্বজন ও প্রতিবেশীদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। হুজুরকে এক নজর দেখতে কয়েক সহস্রাদিক লোকজন জমায়েত হন বাড়িতে । হুজুরের ওসিওত মোতাবেক দুপুরের পরে জানাজা ও দাফনের জন্য নিয়ে যাওয়া হয় নিজ কর্মস্থল গোয়াইনঘাট উপজেলার দারুল হাদিস লাফনাউট মাদ্রাসায়। প্রায় লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে বাদ আছর মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাদ্রাসা প্রাঙ্গনে দাফন সম্পন্ন করা হয়। হুজুরের জানাজায় উপস্থিত ছিলেন এবং শোক প্রকাশ করেন আল্লামা ইদ্রীছ লক্ষীপুরি, শায়খুল হাদীস হযরত মাওলানা আহমদ আলী (চিল্লা), হযরত মাওলানা আব্দুল কাদির (বাগরখালী), সিলেট জেলা জামায়াতের সেক্রেটারী ও সিলেট ৪-আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী, জেলা বিএনপির উপদেষ্টা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হেলাল উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সেক্রেটারী জসিম উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন আলোকিত গোয়াইনঘাট আমিির উদ্দিন, সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

 

 

আরও পড়ুন

আগামী নির্বাচনে সিলেট ৪ আসনের মানুষ ট্রাক মার্কার পক্ষে ভোট বিপ্লব করবে : জহিরুল ইসলাম*

মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সাইফুর তালুকদার

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

জেলা প্রশাসকের নিকট ১৭ লাখ টাকা পাওয়ার দাবীতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন 

আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই— – – –  আরিফুল হক চৌধুরী 

নির্বাচিত হয়ে সবাইকে সাথে নিয়ে সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার আন্দোলন শুরু করতে চাই – – – – জয়নাল আবেদীন 

গোয়াইনঘাটে ব্র্যাক একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা 

আত্মনির্ভরশীল সু-নাগরিক হিসেব গড়ে তুলতে কাজ করছে স্কাউট – – – – – রতন কুমার অধিকারী

সিলেট -৪, ধানের হাল ছাড়ছেননা বিএনপি নেতা হেলাল উদ্দিন আহমেদ 

সিলেটের উন্নয়নে যা করা দরকার তাই করব – – কে এম ফারুক হোসেন

এবার কারাভোগ কারীদের বরন করে নিলেন আরিফুল হক চৌধুরী