১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখা।
মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা কার্যালয়ে উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর ডাক্তার আব্দুন নূর, সহকারী সেক্রেটারী হাফেজ মিসবাহ উদ্দিন, যুব বিভাগের সেক্রেটারি সাদেকুর রহমান, লেংগুড়া ইউনিয়ন সেক্রেটারি নুর হোসেন, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্র শিবিরের সভাপতি মুজাহিদুল ইসলাম আজম প্রমুখ।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের নিহত সকল শহীদের রুহের মাগফেরাত ও তাদের আত্মার শান্তি কামনা করেন। এবং বিজয় দিবসের অনুপ্ৰাণিত হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মানে সবাইকে এক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
বিজ্ঞপ্তি