ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২০ অক্টোবর ২০২৫

Link Copied!

আলোকিত গোয়াইনঘাট : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সুখী সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি শুধু রাজনৈতিক পরিবর্তনের রূপরেখা নয়, এটি একটি টেকসই, পরিবেশবান্ধব ও জনমুখী উন্নয়ন পরিকল্পনা। এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি অঞ্চল নিজের সম্পদ ও সামর্থ্য অনুযায়ী বিকশিত হবে, জনগণের জীবনমান উন্নত হবে, প্রকৃতি ও মানুষের মধ্যে ভারসাম্য রক্ষা পাবে। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের আত্মনির্ভরশীল উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতায় গণতন্ত্র ও স্বাধীনকে রক্ষার  অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন । বর্তমান প্রেক্ষাপটে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী তারেক রহমানের নেতৃত্বেই ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের সঠিক দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে। তাই একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান করতে ধানের শীষের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

তিনি আরো বলেন, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অঞ্চল। পাহাড়, নদী, ঝরনা ও খনিজ সম্পদ এই এলাকার উন্নয়নের অফুরন্ত সম্ভাবনা বহন করছে। এই সম্পদকে নির্বিচারে শোষণ নয়, বরং পরিকল্পিত ও পরিবেশবান্ধব উপায়ে কাজে লাগাতে হবে যাতে এখানকার মানুষের জীবনমান উন্নত হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। এই তিন উপজেলা শুধু সম্পদে নয়, প্রাকৃতিক সৌন্দর্যেও অনন্য। পরিকল্পিত পর্যটন অবকাঠামো গড়ে তুললে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ সারা দেশের পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারে, যা কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে নবজাগরণ আনবে। আর এসব বাস্তবাণ করতে হলে আসন্ন জাতীয় সংসদ  নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন ও টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সোমবার ২০ অক্টোবর বিকেল সিলেটের গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আহমেদ হুমায়ন জামাল ও সেচ্ছাসেবদল নেতা মিনহাজ শামছির যৌথ পরিচালনায়  সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে- জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিফতাহুল কবির মিফতাহ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম.এ হক, সাধারণ সম্পাদক মদরিছ আলী, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ সভাপতি আমির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসাইন,

উল্লেখ্য, লিফলেট বিতরণ কর্মসূচিতে গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

নির্বাচিত হলে জনগণকে সাথে পাথর কোয়ারী উন্মুক্ত করন ও সকল নাগরিকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে – – – – – গোয়াইনঘাটে জয়নাল আবেদীন

ফ্যাসিবাদী সরকারের পতন হলেও  এর কালো ছায়া এখনো রয়ে গেছে —-ডা: শফিকুর রহমান

গোয়াইনঘাটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীঃ গোয়াইনঘাট যুদ্ধ (৪ ডিসেম্বর ১৯৭১)

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজন বিশেষ শিক্ষাব্যবস্থা….. রতন কুমার অধিকারী

জকিগঞ্জ-কানাইঘাট বাসীকে সাথে নিয়ে সিলেট ০৫ আসনকে বদলে দিতে চাই: এনসিপি নেতা শিব্বির আহমদ

জুলাইর আকাঙ্ক্ষা বাস্তবায়নে জয়নাল আবেদীন কে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন – – – সাদিক কায়েম 

সর্বশক্তি নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মাঠে ময়দানে ঝাপিয়ে পড়তে হবে – – – – – – দাড়িপাল্লার সমর্থনে সভায় বক্তারা  

রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য পদে লড়ছেন আশরাফুল ইসলাম

কোম্পানীগন্জে ২০০ শতাধিক যুবকের জামায়াতে যোগদান

গোয়াইনঘাটে প্রাথমিক শিক্ষা অফিসারদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

আগামী নির্বাচনে সিলেট ৪ আসনের মানুষ ট্রাক মার্কার পক্ষে ভোট বিপ্লব করবে : জহিরুল ইসলাম*