ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কূটকৌশল জনগণ মানবে না — মুহাম্মদ ফখরুল ইসলাম

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
২৫ অক্টোবর ২০২৫

Link Copied!

জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কূটকৌশল জনগণ মানবে না — মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, হাজারো ছাত্র-জনতার রক্তে অর্জিত ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানের পরও জনগণের ন্যায্য দাবির জন্য আজও আন্দোলন করতে হচ্ছে — যা জাতির জন্য দুঃখজনক।
জুলাই সনদে স্বাক্ষরের পর এর আইনী ভিত্তি নিয়ে বিলম্ব ও কূটকৌশল শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। নভেম্বরে গণভোট আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, অন্যথায় আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, গণভোট ও পিআর পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক নেতার মস্করা ও আপত্তিকর মন্তব্য গণদাবির সঙ্গে তামাশার শামিল। সরকারের কিছু উপদেষ্টা ও কর্মকর্তা একটি দলের স্বার্থে কাজ করছেন, যা নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। জামায়াতসহ দেশের অধিকাংশ দল জুলাই সনদের আইনী স্বীকৃতি, গণভোট ও পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি পালন করছে। কিন্তু অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করে একটি দলের স্বার্থ রক্ষায় লিপ্ত — জনগণ তা মানবে না। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর সিটি পয়েন্টে জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় শেষ হয়।

সভায় আরও বক্তব্য রাখেন —জেলা আমীর ও সিলেট-১ আসনে প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, এডভোকেট জামিল আহমদ রাজু, ও ছাত্রশিবির মহানগর সভাপতি শাহীন আহমেদ প্রমুখ।

মাওলানা হাবিবুর রহমান বলেন, দেশে জামায়াতের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণআন্দোলন দেখে একটি দল ভীত হয়ে পড়েছে। ছাত্র-জনতার আকাঙ্ক্ষা পূরণে জামায়াত অঙ্গীকারবদ্ধ। তাই জুলাই সনদের বাস্তবায়ন ও নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে।

আরও পড়ুন

আগামী নির্বাচনে সিলেট ৪ আসনের মানুষ ট্রাক মার্কার পক্ষে ভোট বিপ্লব করবে : জহিরুল ইসলাম*

মিথ্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সাইফুর তালুকদার

গোয়াইনঘাটে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ’ র উদ্বোধন ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

জেলা প্রশাসকের নিকট ১৭ লাখ টাকা পাওয়ার দাবীতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন 

আমি আপনাদের সেবক হয়ে কাজ করতে চাই— – – –  আরিফুল হক চৌধুরী 

নির্বাচিত হয়ে সবাইকে সাথে নিয়ে সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার আন্দোলন শুরু করতে চাই – – – – জয়নাল আবেদীন 

গোয়াইনঘাটে ব্র্যাক একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা 

আত্মনির্ভরশীল সু-নাগরিক হিসেব গড়ে তুলতে কাজ করছে স্কাউট – – – – – রতন কুমার অধিকারী

সিলেট -৪, ধানের হাল ছাড়ছেননা বিএনপি নেতা হেলাল উদ্দিন আহমেদ 

সিলেটের উন্নয়নে যা করা দরকার তাই করব – – কে এম ফারুক হোসেন

এবার কারাভোগ কারীদের বরন করে নিলেন আরিফুল হক চৌধুরী